শহিদ আসাদ দিবস আজ

শহিদ আসাদ [ফাইল ছবি]
ইত্তেফাক রিপোর্ট০৮:৫২, ২০ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
আজ ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এইদিনে পাকিস্তান-আইয়ুব শাহীর পতনের দাবিতে ছাত্র-জনতার মিছিলে পাকিস্তানি পুলিশের গুলিতে শহিদ হন তৎকালীন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।
শহীদ আসাদের পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। ১৯৪২ সালে নরসিংদী জেলায় তার জন্ম। ছাত্রনেতা আসাদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন। আসাদ ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে শহিদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।
ইত্তেফাক/এমআর