শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোয়াখালীতে হরতাল ডাকলেন কাদের মির্জা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৯:৩৩

আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের লোক বলায় এবং নোয়াখালীতে অপরাজনীতি বন্ধের দাবিতে আগামী রবিবার (৩১ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী কোম্পানীগঞ্জে অর্ধদিবস হরতাল ঘোষণা করেছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। 

সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আগামী ৩১ জানুয়ারী রবিবার কোম্পানীগঞ্জে হরতাল। নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীর পতন না হওয়া পর্যন্ত নাকে নিশ্বাস থাকা পর্যন্ত এ আন্দোলন চলবে। এ হরতালে গাড়ি, দোকানপাটসহ সব বন্ধ থাকবে। একটি পাখিও উড়তে পারবে না। তারপর ঢাকা ভিত্তিক কর্মসূচী দেওয়া হবে, সে কর্মসূচীতে দেশের এমপি, মেয়র, আ’লীগের বড় বড় নেতা উপস্থিত থাকবেন। 

আরও পড়ুন: একরামুল চৌধুরীকে মাতাল বললেন কাদের মির্জা 

এ সময় সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী প্রমুখ। 

 


ইত্তেফাক/এনএ