শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাদ্য ও পুষ্টি ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে বাংলাদেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:৩১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খাদ্য ও পুষ্টি ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে।  শুক্রবার মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)আয়োজিত আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাইয়ের মাঠ দিবসে এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সদিচ্ছা ও সক্ষমতার কারণে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। আর এ কারণে বাংলাদেশের জন্য করোনা মোকাবেলা সহজ হয়েছে। খাদ্য ও পুষ্টিতে দেশের এই শক্তিশালী অবস্থানের পিছনে কৃষি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলমের সভাপতিত্বে বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

 

ইত্তেফাক/ইউবি