শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হবে ৭ মার্চের শপথ: নিক্সন চৌধুরী

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১১:৪৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলাদেশে যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যখন করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় সফলতা পেয়েছে। 

রবিবার সন্ধ্যায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ পুলিশের আয়োজনে চরভদ্রাসন থানা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই চরভদ্রাসন ও সদরপুরের চরাঞ্চলে পদ্মা নদীর পানির নিচ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে যা আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সকল অপশক্তিকে প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় হবে ৭ মার্চের শপথ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন। আমরা যেন বঙ্গবন্ধুর সেই আদর্শ বাস্তবায়ন করতে পারি।’ 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন নিক্সন চৌধুরী। এসময় তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাদ খান, সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, মোঃ গোলাম মোস্তফা, যুবলীগ সভাপতি মোঃ মোরাদ হোসেন ও ছাত্রলীগ সভাপতি মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি নিক্সন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। 

ইত্তেফাক/এসআই