বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন মামলায় মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট : ০২ মে ২০২১, ১৬:০০

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলায় মোট ২৪ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ এ আবদেন করে।

রবিবার দুপুরে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনটি মামলায় মোট ২৪ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। এছাড়া, তার স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।’

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘এখনো আদালতের কোনো আদেশ পাওয়া যায়নি।’ গত শুক্রবার সকালে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিন সবমিলে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/এএএম