বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যারিস্টার রাজ্জাকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি: জামায়াত সেক্রেটারি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সরে যাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে এ ব্যাপরে জবাব দিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একইসঙ্গে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল নেতা ছিলেন। তার অতীতের সব অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি’।

আজ শুক্রবার বিকালে এক বিবৃতিতে শফিকুর রহমান এ কথা বলেন। ব্যারিস্টার রাজ্জাক পদত্যাগ করেন সকালে। লন্ডনে থেকে তিনি এ পদত্যাগ করেন।

সেক্রেটারি জেনারেল বলেন, ‘তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যেকোনও সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি, তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন’।

আরও পড়ুন: বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচনে এসেছিল অসৎ উদ্দেশ্য নিয়ে : প্রধানমন্ত্রী

ইত্তেফাক/এমআই