শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাশফায়ারে ৭ জন নিহতে জড়িতদের গ্রেফতারের আহ্বান নাসিমের

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৯:১৬

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৭ জন নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। 

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঘটনাস্থলটি সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে পরিচিত। এর আগেও সেখানে কয়েকটি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তাছাড়া ওই এলাকায় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শুনেছি। তারপরও সেখানে শুধু মহিলা আনসার দিয়ে নিরস্ত্র অবস্থায় তাদের পাঠানো হলো কেন? এর মাধ্যমে দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই গাফিলতিতে কারা জড়িত তা চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন: ক্রাইস্টচার্চ হামলার জন্য আমি দায়ী নই: ট্রাম্প

ইত্তেফাক/এমআই