শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এ মুহূর্তে খাদ্য শস্য রপ্তানি হবে ঝুঁকিপূর্ণ: জি এম কাদের

আপডেট : ১৯ মে ২০১৯, ১০:৩৩

দেশে চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকা চাল বিদেশে রপ্তানি করলে সরকারকে বড় ধরণের মাশুল দিতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। শনিবার  দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘আমরা বলছি না, চাল রপ্তানি বন্ধ করা উচিৎ। কৃষি, কৃষক ও খাদ্য মজুদের কথা চিন্তা করে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার। আমি বলব, এ মুহূর্তে খাদ্য শস্য রপ্তানি হবে খুবই ঝুঁকিপূর্ণ।’

আরো পড়ুন: বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণ

তিনি আরো বলেন, ‘সরকারি পরিসংখ্যানে তথ্য সঠিক হয় না। দেশে এখন দুর্ভিক্ষ শুরু হলে কিন্তু মার্কেট থেকে পয়সা দিয়েও চাল কেনা যাবে না।’ 

এসময় জি এম কাদের অভিযোগ করে বলেন, ‘সরকার মিল মালিকদের কাছ থেকে ধান কেনে বলে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না।’

এর আগে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিলেন, দেশে চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকায় ৫ থেকে ১০ লাখ মেট্রিক টন বোরো চাল রপ্তানির চিন্তা করছে সরকার।

ইত্তেফাক/জেডএইচ