শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'তরুণদের সম্পৃক্ত করতে সক্রিয় আওয়ামী লীগ'

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:১১

'তরুণদের সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।'

মঙ্গলবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউটে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত '৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য' শীর্ষক আলোচনায় এ কথাগুলো বলেন আলোচকবৃন্দ।

আলোচনার প্যানেলে উপস্থিত ডা. দীপু মনিকে আওয়ামী লীগে যোগ দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে ছোট বেলা থেকে এই দলটিকে দেখে এসেছি। আর বড় হওয়ার পর বিভিন্ন মানুষের কাছে বিরোধী মন্তব্য শোনার পর নিজেও যুক্তি দিয়ে দেখার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে বাঙালি হিসেবে গর্ব করার জন্য আওয়ামী লীগ সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।

এ সময় আলোচনা প্যানেলে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বলেন, তরুণদের উদ্যোগকে স্বাগত জানাতে এবারের বাজেটে ১০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, এখান থেকে ১০ বছর আগে ফ্রিল্যান্সিং নামক কোন প্লাটফর্মের কথা কতজন জানত। আর স্টার্টআপ নামক কিছু হতে পরে, এটাই বা কতজন জানতেন? অথচ এখন আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আপনি নিজের স্টার্ট আপের জন্য ফান্ড পাচ্ছেন সরকারের কাছ থেকে।

উপস্থিত তরুণদের প্রশ্নের উত্তরে ওয়াসিকা আয়শা খান বলেন, আসলে আওয়ামী লীগ আমাদের সমাজের বাইরের কিছু নয়। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নারী অংশগ্রহণ ২১ ভাগ। আওয়ামী লীগ মনোনয়ন দেয়ার ক্ষেত্রে কিন্তু নারী-পুরুষ বা সুস্থ-প্রতিবন্ধী এ বিষয়গুলোকে প্রাধান্য দেয় না। বরং প্রাধান্য দেয় কে ঐ আসনে জয় পেতে পারে। সুতরাং নারীরা নিজ আসনে ভালো অবস্থান তৈরি করলে আরো বেশি মনোনয়ন পাবে। আর আমি মনে করি না আওয়ামী লীগের থেকেও বেশি নারী মনোনয়ন অন্য কোন দল এই মুহূর্তে দিচ্ছে। এমনকি উন্নত দেশেও নারীর অংশগ্রহণ ২৪ ভাগের বেশি নয়।

চলতি বছরের ২৩ জুন ৭১ বছরে পা রাখল বাংলাদেশে আওয়ামী লীগ। বাংলাদেশ সৃষ্টির প্রতিটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দলটির নাম। বিগত ৭০ বছরে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের চোখ রাঙানি এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকা পাকিস্তানি দোসরদের একটি চক্র সব সময় ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগকে। কিন্তু সাধারণ মানুষকে পাশে নিয়ে বারবার সামনে এগিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তরুণ প্রজন্মকে বরাবরই সবচাইতে গুরুত্ব প্রদান করে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই তরুণদের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছরকে দেখা এবং আওয়ামী লীগের কাছে তাদের ভবিষ্যৎ চাওয়া পাওয়া জানতে '৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য' শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সিআরআই।

ইত্তেফাক/এমআই