শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্যার্তদের ত্রাণ বিতরণে আওয়ামী লীগের ৬ টিম

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:১৭

আওয়ামী লীগ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ত্রাণ বিতরণের জন্য ৬টি টিম গঠন করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলায় জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, টিপু মুনশি, ডা. রোকেয়া সুলতানা ও নুরুজ্জামান আহমেদ ত্রাণ বিতরণ করবেন।

 

সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় মোহাম্মদ নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, প্রফেসর মেরিনা জাহান ত্রাণ বিতরণ করবেন।

 

সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে নুরুল ইসলাম নাহিদ, মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, মো. মিজবাহ্ উদ্দিন সিরাজ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বদরুদ্দিন আহমেদ কামরান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, এমএ মান্নান, মো. শাহাব উদ্দিন, ডা. মো. এনামুর রহমান ত্রাণ বিতরণ করবেন।

আরো পড়ুন : আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

চট্টগ্রাম, বান্দরবান ও ফেনীতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. হাছান মাহমুদ, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈসিং ত্রাণ বিতরণ করবেন।

 

মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলায় ত্রাণ বিতরণ করবেন ডা. দীপু মনি, ফজিলাতুন নেসা ইন্দিরা, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, মৃণাল কান্তি দাস, হারুনুর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, এসএম কামাল হোসেন, মো. গোলাম কবীর রব্বানী চিনু।

 

এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে ড. মো. আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, মির্জা আজম, এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং ত্রাণ বিতরণ করবেন।

 

 

ইত্তেফাক/ইউবি