শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নির্বাচনকে ঘি‌রে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে কোনো ধরনের বিশৃংখলা বরদাস্ত করা হবে না।’

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির’ ৩৮তম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।

আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো মহলই যাতে দেশের গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের উস্কানি দিয়ে কোনো প্রকার বিশৃংখলা সৃষ্টি না করতে পারে সেজন্য গার্মেন্টস মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

মজিবুল হক বলেন, ‘সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম যে মজুরি কাঠামো ঘোষণা করেছে তা চলতি ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে।’

মজুরি কাঠামোর সাতটি ধাপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালের মজুরি কাঠামোর প্রক্রিয়ায় প্রতিটি ধাপেই মজুরি বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুনঃ ইরানের চাবাহারে আত্মঘাতি গাড়িবোমা হামলায় নিহত ৩

মজুরি কাঠামোর এক ধাপের সঙ্গে আরেক ধাপের মজুরি বৃদ্ধির বিষয়ে যাতে শ্রমিক এবং মালিকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দকে কারখানা পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়টি স্পষ্ট করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।

মুজিবুল হক কারখানার উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি শ্রমিক অসন্তোষ যাতে না সৃষ্টি হয় সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। বাসস

ইত্তেফাক/কেকে