শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৫

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী​ হিসেবে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম রাজু। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আস‌নটি শূন্য হয়। গত ১ সেপ্টেম্বর এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এখন শূন্য হওয়া এই আসনেই আওয়ামী লী‌গের প্রার্থী হি‌সে‌বে লড়বেন রেজাউল করিম। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী ঠিক করা নিয়ে দলের মধ্যে দেখা দিয়েছে বিভেদ। সেখানে এরশাদের ছেলে সাদ এরশাদ প্রার্থী হতে চাইলে বিরোধিতা করছেন রংপুরের নেতারা।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। আর ভোট হবে ইভিএমে।

ইত্তেফাক/জেডএইচ