শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দানবীয় রূপ ধারণ না করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪

বিএনপিকে ভবিষ্যতে দানবীয় রূপ ধারণ করার পরিকল্পনা থেকে সরে এসে জন্য নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিএনপিকে বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটলে সেটিই সবার জন্য শুভ হবে। জনগণের জন্যও শুভ হবে।

তথ্যমন্ত্রী বৃহস্পতিবার তার মন্ত্রণালয়ে অফিস কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

আরও পড়ুন: মহাসড়ক তৈরির অভিজ্ঞতা বিএনপির নেই : ওবায়দুল কাদের

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের 'মানব বন্ধন নয়, দানব বন্ধন করতে হবে' এই হুমকির জবাবে মন্ত্রী বলেন, 'এই হুমকি অশুভ কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে। কারণ বিএনপি অতীতেও দানবীয় রূপ ধারণ করেছিল। শতশত মানুষ তারা আগুনে পুড়িয়ে মেরেছে। সরকারি সম্পত্তি, বাস, ট্রেন, লঞ্চে আগুন দিয়েছে। তাই বিএনপির কাছে আমার আহ্বান তারা যেন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির পথে হাঁটুন।'

ইত্তেফাক/নূহু