মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমার ছেলে সহজ-সরল, তাকে ফাঁসানো হয়েছে: শোভনের বাবা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন​কে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন তার বাবা নুরুন্নবী চৌধুরী। রবিবার সন্ধ্যায় মোবাইলে ইত্তেফাককে তিনি এ কথা জানান।

শোভনের বাবা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 

তিনি বলেন, আমার ছেলে শোভন এরকম খারাপ ছিলো না। সে সাদাসিধে ও অত্যন্ত সরল প্রকৃতির ছিলো। আর এ কারণেই তাকে একটি চক্রের বলির পাঠা হতে হলো। 

শোভনের বাবা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তার প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি নিজেই শোভনকে পছন্দ করে ছাত্রলীগের দায়িত্ব দিয়েছিলেন। আবার নিজেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তার সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। 

আরো পড়ুন: মিয়ানমারের সিমে ইন্টারনেট চালাচ্ছে রোহিঙ্গারা

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে অর্থ দাবি সম্পর্কে তিনি বলেন, আমি জিজ্ঞাসা করে জানতে পেরেছি, ঘটনাস্থলে ঐ দিন শোভন সেখানে ছিলো না। রব্বানীরা তাকে পরে ডেকে নিয়ে যায়। শোভন উদ্ভূত পরিস্থিতি মীমাংসার জন্য সরল বিশ্বাসে সেখানে গিয়েছিলো। অথচ অর্থ কেলেঙ্কারিতে তাকে ফাঁসানো হলো।

তিনি বলেন, আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে এ কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের সামান্যতম  শ্রদ্ধা কমবে না।

ইত্তেফাক/জেডএইচ