বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্যাতন-নিপীড়ন করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না: ফখরুল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪১

নির্যাতন-নিপীড়ন করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।

আরো পড়ুন: অনুতপ্ত রাব্বানী, ক্ষমা চাইলেন

বিএনপি মহাসচিব বলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, হিটলার পারেনি, আইয়ুব খান পারেনি, এরশাদও পারেনি। একাত্তরের পর আওয়ামী লীগও পারেনি, আপনারাও পারবেন না।

খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ঐক্য সবচেয়ে বড় ঐক্য। আসুন সবাই মিলে খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে নামি।

ইত্তেফাক/জেডএইচ