শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ছেলেও করোনায় আক্রান্ত

আপডেট : ৩১ মে ২০২০, ২২:৫০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিরীন হকের জ্বর রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছেলে বারিশ বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। জ্বর না থাকলেও কাশি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে তিনিও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেই চিকিত্সাধীন। শুক্রবার থেকে তিনি এই হাসপাতালে রয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তে র?্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষায় ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর ফলাফল পজিটিভ আসে। পরে ২৮ মে বিএসএমএমইউতে পিসিআর টেস্টেও তার করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক প্রবীণ এই চিকিত্সক মুক্তিযোদ্ধা অনেকদিন থেকেই কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনিই বিকল। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।