শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাটমোহরে দুই শিশুর অপমৃত্যু!

আপডেট : ১২ জুন ২০২১, ২২:১৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে পৃথক ঘটনায় গলায় ফাঁস নিয়ে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে ও রাতে এ দুটি ঘটনা ঘটে।

শুক্রবার রাতে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও রায়নগর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মেহজাবিন খাতুন জেসি (৯) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মা বকুনি দিলে অভিমানে জেসি নিজ শোবার ঘরের ডাবের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। এদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামে শুক্রবার বিকালে পানিতে ডুবে বায়জীদ নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। বায়জীদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামের বকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকার সময় শিশু বায়জীদ হামাগুড়ি দিয়ে খেলছিল। এক সময় খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে খালের পানি থেকে তুলে শিশুটিকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফৈলজানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারান আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।