শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভৈরবে ঐতিহ্যবাহী নৌকাবাইচে মেঘনার পাড়ে মানুষের ঢল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদাতদাতা

মাঝিদের বইঠার ছলাত্ ছলাত্ শব্দে আর মাল্লাদের কোরাস ‘হেঁইও রে... হেঁইও’... ধ্বনি ভেসে আসছিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ গতকাল শুক্রবার ভৈরবের মেঘনার ত্রি-সেতু এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এলিন ফুড ও নদী বাংলা গ্রুপের যৌথ পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভৈরব পৌরসভা এ নৌকাবাইচ আয়োজন করে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পথে এ প্রতিযোগিতা দেখার জন্য উত্সাহি মানুষে মুখরিত হয়ে ওছে নদীর পাড়। ভৈরবসহ পার্শ্ববর্তী উপজেলা রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, বেলাব ও শিবপুর থেকে লাখো দর্শনার্থী নদীর পাড়ে ভিড় জমায়।

বিকেল সাড়ে ৩টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতায় ১৫টি নৌকা তিন ধাপে অংশগ্রহণ করে। তিন পর্বের প্রতিযোগিতায় ৩টি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করা হয়। বিজয়ী নৌকা চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এতে ব্রাহ্মণ-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ক্ষমতাপুর গ্রামের হোসেন মিয়ার নৌকা বিজয়ী হয়। বিজয়ী দলের মাঝির হাতে একটি ষাঁড় গরু তুলে দেন অতিথিরা।