শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগুন দূষণ শীত...

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

 

এক.

বাজারজুড়ে জ্বলছে আগুন

চেঁচায় ঢেঁড়শ আলু বাগুন

বলছে যেন ভাগুন ভাগুন

সামনে শীত, আসছে ফাগুন

বাজারজুড়ে জ্বলছে আগুন।

 

দুই.

ঢাকা এখন দূষিত

এক নম্বরে ভূষিত

বায়ুদূষণ শব্দদূষণ

ঢাকায় এসব শিরোভূষণ।

 

পরিবর্তন জলবায়ু

নানান ব্যাধি কমছে আয়ু

পাপের বোঝা হচ্ছে জমা

প্রজন্ম কি করবে ক্ষমা?

 

তিন.

শীত আসছে। মন নাচছে।

ভালো লাগছে। ছুটে যাচ্ছি।

পিঠা খাচ্ছি। গান গাচ্ছি।

মজা পাচ্ছি। শীত আসছে।

শীতে ঠকঠক। কেঁপে মরছি।

শীতবন্ত্র। কোথা পাই রে।

কোথা যাই  রে। শোন ভাই রে।

শীত আসছে। কেঁপে মরছি।

শীত আসছে। জামা নাই রে।

শীত আসছে। শীত আসছে।

 

চার.

কোথায় গেল পিঁয়াজ বেগম

কোথায় গেল পিঁয়াজ বানু

চাই না পিঁয়াজ খাই না পিঁয়াজ

পিঁয়াজ আমার প্রাণের সখা

পিঁয়াজ আমার জানের জানু।