শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই সময়ের ছড়া

নিমক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

 

লবণ, লবণ মানে নুন,

লবণ মানে নিমক:

যে খেয়েছে নিমক,

দেখুন তো মশাই

সে-ই কিনা দেয় ধমক!

 

দিয়েছে যে আশ্রয় তাকেই দেখায় ভয়,

‘দিচ্ছি, দিলাম, বের করে এই’

এসব কথা কয়!

 

চমক:

মাছ দাবড়াচ্ছে কোঁচ!

মাকুন্দ রে,

পাকাচ্ছিস তুই মোচ?

 

ওরে লবণখোর, ভুলেই গেছিস তোর

অতীত পরিচয়?

 

দিছিল যে প্রাণ,

তাকেই তো তুই চাক্কু মেরেছিলি!

মোহাম্মদী বেগ,

তাই তো লাত্থি খেলি:

উচিত শাস্তি পেলি...

 

ছিলি বিতাড়িত, ছিলি অসহায়:

ধরেছিলি হাতে, ধরেছিলি পায়...

কয় জোড়া তোর চটি হয়েছিল ক্ষয়?

 

কোন হালে তুই ছিলি, আছিসটা কোথায়!

বাপকে মারে, হত্যা করে...

কুলাঙ্গার পোলায়:

 

নিমকহারাম ছাড়া

এক লহমায় এমন

চোখ বলো কে ওলটায়!