শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সড়ক কাহন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

মোখতার আহমেদ

নরকসম সড়ক-কথা

লাভ কী ব’লে আর অযথা!

পৃথিবীতে আর কোথাও

আছে এমন বর্বরতা?

কাভার্ডভ্যান আর ট্রাক-লরি,

বাস-মিনিবাস সমান্তরই—

পিষ্টে চাকায় মারছে মানুষ

রাত্রি-দিনে যথাতথা।

হোক না যত বিপদ-নিদান

যাবে নাকো আইনি বিধান

প্রয়োগ করা; ক’রলে পরে

ডাক দে’ সড়ক-ধর্মঘটের!

বন্ধ ক’রে যান-চলাচল

জনজীবন ক’রেই অচল

সৃষ্টি করে যাচ্ছে তারা—

হরহামেশা যে-সংকটের!

শ্রমিক-মালিক, ড্রাইভার আর

সড়ক পরিবহন নেতা,

দায় থেকে ইনডেমনিটি চায়—

দেখায় বেজায় আদিখ্যেতা!

রাজপথের আজ ওরাই যেন

কেবল একচ্ছত্র রাজা;

পারবে না কেউ দিতে ওদের

কোনো অপরাধের সাজা।

তবু কেন সবার মাঝে

হয় না উদয় শুভবোধের!

জনগণের তরফ থেকে

ডাক আসে না প্রতিরোধের?

তা অনন্তকাল ধ’রে কি

যাবে মানুষজন ম’রে কি?

সারা দেশে  সড়কজুড়ে—

থাকবে এই অরাজকতা!?