শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুটো ছড়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:০০

শামসুল হক দিশারী

 

গভীর ঘুমে

 

সত্য বিষয় বলতে গেলে

মিথ্যে যত পাখনা মেলে।

এবং সত্য লাজুক বেশি

মিথ্যেপাড়ায় শক্ত পেশি।

কখন ভাবি বেঁহুশ সত্য

রাখল ঢেকে আসল তথ্য!

এখন বুঝি মিথ্যের উমে

সমাজ যাবে গভীর ঘুমে!

 

থাকব আগে

 

দিনের আলো দিনেই থাকে

রাতে না,

কথার সাজা কথায় সাজে

হাতে না।

 

চলছে নদী সাগর মেনে

হাওয়া চলে হাওয়া টেনে।

 

আমরা চলি আপন ভাবে

মিছে না,

এবং আশা থাকব আগে

পিছে না।