বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একুশের নতুন বই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯

শেখ মুজিব

কিশোর জীবনী

আহমাদ মাযহার

সময় প্রকাশন

প্রচ্ছদ :ধ্রুব এষ। মূল্য :৩০০ টাকা

শেখ মুজিব রাজনীতিতে এসেছিলেন বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে। উনিশশো পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকেরা তাঁর সেই স্বপ্নে যতি টেনে দেয়। তারা তাঁকে হত্যা করেই থেমে থাকেনি, ক্রমাগত মিথ্যাচারে তাঁর সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় বছরের পর বছর ধরে। সেজন্যে তাঁর জীবন সম্পর্কে ভালোভাবে জানা কিশোর-তরুণ পাঠকদের জন্য জরুরি। আর তাই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন তিনি কী করে সারা জীবন ধরে বয়ে চলেছেন তার একটা পূর্ণাঙ্গ ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। চেষ্টা করা হয়েছে তাঁর মানবিক বৈশিষ্ট্যগুলোকে খুঁজে খুঁজে দেখার।

তিমিরযাত্রা

মোজাফ্ফর হোসেন

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

প্রচ্ছদ : গৌতম ঘোষ। মূল্য : ২৭০ টাকা

নৈরাজ্য ও অবক্ষয়ের চিত্র উঠে এসেছে এই মনস্তাত্ত্বিক উপন্যাসে। গৃহে একসঙ্গে স্বামী-স্ত্রী-সন্তান থাকলেও এই তিনজন মানুষের আলাদা একটা পরিচয় আছে। মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় ও ব্যক্তিগত হতাশার নতুন গল্প। বাংলাদেশের ডেসটোপিয়ান ধারার এই উপন্যাসে মোজাফ্ফরের নির্মেদ গদ্য, অকপট ভাষা, জাদুবাস্তবতা-পরাবাস্তবতা, আকর্ষণীয় নির্মিতি সব মিলে পাঠক একটি রহস্যমণ্ডিত গল্পের ভেতর নিজের দেশ ও সময়কে আবিষ্কার করবেন।