শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই সময়ের ছড়া

ডিজিটাল ভালোবাসা

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫১

মেসেজের টুংটাং—শুরু হ্যালো হাই,

দুই দিন না যেতেই ফোন নং চাই...

ইস কী দারুণ ঐ প্রোফাইল পিক,

সুযোগ পেলেই হতে নায়িকাটা ঠিক!

তুমিও তো কম নও হিরোরাও ফেল...

এমনি কথার ছলে মেরে যায় তেল।

সারা দিন এই সেই কথার পাহাড়

ভালোবাসা জমে ক্ষীর! আহা কী বাহার!!

 

(তারপর একদিন)

 

প্রাণ বুঝি যায় যায় রিপ্লাই নাই...

বিজি কেন লাইনটা আমি কোথা যাই,

তার মানে জুটে গেছে আর কেউ বুঝি

আমিই বা বসে কেন আরেকটা খুঁজি।

টুংটাং কমে যায় বাড়ে অভিযোগ,

অসহ্য লাগে সব তার বলা জোক।

তারপর একদিন ব্রেক আপ হলো—

লাইলি মজনু খেলা শেষ, টলোমলো।

ছুড়ে ফেলে গাঁথা মালা—কী যে অবহেলা,

নতুন ফুলের খোঁজে কেটে যায় বেলা।

এডিট আর ডিলিটের যুগ এটা ভাই

টেকা আর না-টেকা কোনো ভেদ নাই...

ত্যাগের প্রশ্ন নাই, নাই দায়ভার,

লাভ ইউ, মিস ইউ—সবি যে অসার।

এটা নাকি ভালোবাসা! যুগ ডিজিটাল!!

হূদয়ের কেনাবেচা—যেন কাঁচামাল।