শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শোধ নেবে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

ফেলে রাখি এটা সেটা চারদিকে ছড়িয়ে

ছেঁড়া ফাটা পলিথিনে ড্রেন দেই ভরিয়ে।

আশেপাশে জঞ্জাল ডাস্টবিন ফাক্কা

কাজ করি কাঁচা হাতে কথা বলি পাক্কা।

 

বাহনের কালো ধোঁয়া পরিবেশ নষ্ট

অসংখ্য রোগ-ব্যাধি বুকে শ্বাসকষ্ট।

শত গাড়ি যানজট সাথে থাকে হর্নও

নিয়মের পথে নেই—ঝালাপালা কর্ণ।

 

গাছ কেটে পরিবেশ রোজ করি নিঃস্ব

হয়ে যাক দেশ-ভূমি সাহারা সদৃশ্য।

নদী খাল ভরে যায় কেমিক্যাল বর্জ্যে

অচিরেই প্রকৃতি যে শোধ নেবে গর্জে।