শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদ-উত্তর ছড়া

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:৪৩

 

১.

ইকরি মিকরি চাম চিকরি

পশুর চামড়া হয় না বিক্রি।

ঈদ আসে। ঈদ যায়।

আমরা করি হায় হায়।

কুরবানি কি দিতে পারি?

টাকা-পয়সার অভাব ভারি।

কোথায় গরু কোথায় ছাগল?

ঈদ এলে হই আমরা পাগল।

কুরবানি ঈদ গেলেই বাঁচি,

গোস্ত খাই না ভালোই আছি।

 

২.

‘ডেঙ্গু’ নাকি ‘ডেঙ্গি’

মশাই দিল লেঙ্গি।

মশা এখন মশাই

পুনপুনিয়ে বলে ওরা

আমরা কামড় বসাই।

কামড় দিলে ভাই রে

ডেঙ্গুজ্বরে ঘুমের ঘোরে

হাসপাতালে যাই রে।

মরি কিংবা বাঁচি

ডেঙ্গু নিয়েই আছি।

 

৩.

ঈদের টিভি অনুষ্ঠানে

নাটক কিংবা নাচে-গানে

একই কথা একই সুর

ডাইলে চাইলে চানাচুর...

 

 

আমাদের ক্লাসের সেই নাসরিনকে মনে আছে তোর?

—হ্যাঁ ঐ যে হোঁতকা টাইপ কালো বেঁটে  মেয়েটা? কেন কী হয়েছে?

—ও এখন আমার স্ত্রী।