বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উপকথা

চীনা লোককাহিনি প্রতিদান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯

চীন দেশের এক বড় ব্যবসায়ী। বন ঘেরা এক সুন্দর গ্রামে তাঁর বাড়ি। একদিন বনে ঘুরতে-ঘুরতে দেখেন, মস্ত এক বাঘ এক ভেড়াকে তাড়া করছে। ব্যবসায়ী বাঘের কবল থেকে ভেড়াটাকে বাঁচান। ব্যবসায়ীর বাড়িতে ভেড়ার নতুন ঘর হয়। তখন থেকে ভেড়াটা তাঁর নানা কাজের সাথি। ভেড়াটা দেখতে বেশ নাদুস-নুদুস হয়েছে। একদিন ব্যবসায়ীর ইচ্ছে হয় ভেড়ার মাংস খাবার। সেইমতো ভেড়াটাকে মারার উপায় ঠিক হয়। এমনটা টের পেয়ে অসহায় ভেড়া বাড়িজুড়ে চেঁচাতে থাকে। ভীষণ হৈচৈয়ে প্রতিবেশী নাসিরুদ্দিন আফেন্দির ভারি কৌতূহল হয়। আফেন্দি ব্যবসায়ীর বাড়ির উঠোনে যায়।

‘দেখুন তো আফেন্দি, মিছামিছি ভেড়াটা চেঁচাচ্ছে। অবুঝ প্রাণীটাকে আমিই বাঘের গ্রাস থেকে বাঁচিয়েছি।’

আফেন্দির উত্তর, ‘ভেড়াটা তো নালিশ করছে।’

ব্যবসায়ী ভীষণ হতবাক, ‘আমার নামে নালিশ!’

ভেড়াটা বলছে, ‘ আপনি বাঘের চেয়েও নিষ্ঠুর!’

রূপান্তর: কুতুব আজাদ