শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইনের চোখে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

প্রসঙ্গ:বিবাহ বিচ্ছেদ

ফাহরিয়া ফেরদৌস

 

মুর্তুজা (ছদ্মনাম) প্রশ্ন করেছেন, দুই মাস আগে তাদের রেজিস্ট্রি এবং কাজীর পরামর্শে কোর্টে এভিডেভিট হয়, শুধু হুজুর দিয়ে বিয়ে পড়ানো বাকি ছিল, এখন মেয়েটি তার পরিবারের চাপে তালাক দিতে চাচ্ছে, ওনার স্বাক্ষর ছাড়া কি তালাক হবে আর ওনার এখন করণীয় কী?

আমাদের দেশের প্রচলিত আইন মতে, ইসলামি শরিয়া অনুযায়ী বিয়ে পড়ানো এবং তা রেজিস্ট্রি করা কাজীর কাজ; কোর্টে কোনো বিয়ে পড়ানো হয় না, কোর্ট ম্যারেজ নামে কোনো ম্যারেজও নেই এবং এক্ষেত্রে কোনো এভিডেভিটেরও দরকার হয় না, বিয়ের জন্য দরকার হয় সাক্ষীর; তবে অনেক সময় ভুয়া কাজী থাকে সেক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বনের জন্য একজন আইনজীবী রাখতে পারেন। যদি কাগজে-কলমে বিয়ে রেজিস্ট্রি হয় তবে মেয়েটি তালাক দিতে পারে, সেক্ষেত্রে তালাকের নোটিশ পাঠানোর নব্বই দিন পর তা কার্যকর হবে এবং এক্ষেত্রে আপনার স্বাক্ষরের কোনোই প্রয়োজন নেই; তবে দেখতে হবে নোটিশ ঠিকমতো সার্ভ হয়েছে কি না এবং শালিশি পরিষদ থেকে চিঠি আসে কি না!

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট