শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এই সময়ের ছড়া

ইস্যু

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:২০

আকরাম সাবিত

 

ইস্যুর কথা বলবি কত

এবার না হয় থামা চাপা,

একটা ইস্যু এলে হবে

আরেক ইস্যুর ধামাচাপা!

 

পুরান ইস্যু যায় হারিয়ে

নতুন ইস্যুর আগমনে!

এসব কথা শুনলে পরে

আসতে পারে রাগও মনে!

 

একটা ইস্যুর বিষয় নিয়ে

চলছে যখন মাতামাতি! 

এর চে’ বড়ো ইস্যু তখন

জন্ম দেবে রাতারাতি!

 

খারাপ ইস্যুর জন্মদাতা

রয় যে বসে কেদারাতে! 

দেখতে ঠিকই লাগবে ভালো

চলবে তারা যে ধারাতে।

 

ইস্যুর চিপায় পড়লে থাকে

মৌন মানুষ আর্তনাদে! 

চোখের জলে বুক ভাসিয়ে

প্রভুর তরে প্রার্থনা দেয়!

 

আর যেন কেউ এমন ইস্যুয়

দুঃখ পেয়ে যায় না মরে! 

খারাপ ইস্যুর বিরুদ্ধে সব

শহর এবং গাঁয় নামো রে।