বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের আয়োজনে শাস্ত্রীয় সংগীতের জমজমাট আসর

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:২৮

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বৈঠক’ শিরোনামে নিয়মিত শাস্ত্রীয় সংগীতের আসর অনুষ্ঠিত হয়ে গেল গত মঙ্গলবার। লালমাটিয়ার বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘কার্তিক বৈঠক’। আসরে ছিল এসরাজ, ধ্রূপদ ও তবলা পরিবেশনা। শুরুতেই সম্মিলিতভাবে এসরাজ পরিবেশন করেন শুক্লা হালদার, রায়হানুল আমিন এবং সৌমিত রায়, সারঙ্গীতে ছিলেন সৌনাক দেবনাথ এবং তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার। এরপর ধ্রূপদ পরিবেশন করেন অভিজিত্ কুণ্ড এবং টিংকু শীল। পাখাওয়াজে সংগত করেন প্রশান্ত ভৌমিক। আয়োজনের শেষ অংশে ছিল দলীয় তবলা পরিবেশনা। পরিবেশন করেন প্রশান্ত ভৌমিক, ফাহমিদা নাজনীন, নুসরাত ই জাহান এবং অর্পণ চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের গুরু পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।