বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী ব্যান্ড দলের পরিবেশনা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:০৯

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে বটতলা রঙ্গমেলা নাট্য প্রদর্শনী। পাঁচ দেশের শিল্পীদের নিয়ে গত ১৬ নভেম্বর থেকে চলছে বটতলা রঙ্গমেলা। বৃহস্পতিবার ষষ্ঠ দিনের আয়োজন শুরু হয় সঙ্গীত নাট্য বিষয়ে মঞ্চকুসুম শিমূল ইউসুফের মাস্টারক্লাস দিয়ে। এরপর জাদুঘরের সেমিনার কক্ষে রঙ্গমেলার সুমন মঞ্চে বিকালে দেখানো হয় আলোক নির্দেশক তাপস সেনের ওপর নির্মিত তথ্যচিত্র ‘লেট দেয়ার বি লাইট’। মাস্টারক্লাস ও তথ্যচিত্র প্রদর্শনী সেশনে সঞ্চালক ছিলেন আশীষ গোস্বামী। এরপর সন্ধ্যায় গানে গানে প্রাণের কথায় বহিরাঙ্গনের নাদিম মঞ্চে গান শোনান বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ব্যান্ড দল ‘এফ মাইনর’। পরে রঙ্গমেলার মূল মঞ্চে বটতলা বিভাগীয় ও অন্তরালের সম্মাননা প্রদান করা হয় ময়মনসিংহ বিভাগের নাট্যজন গৌরাঙ্গ আদিত্য এবং আলোক সহযোগী মো. বজলুর রহমানকে।