শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে —কানাডীয় হাইকমিশনার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেছেন, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায় কানাডা। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা দুই দেশের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে কোনো বাধা হবে না। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশ-কানাডা রিলেশন্স :প্রোগনোসিস ফর পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি প্যানেল এ সংলাপে অংশ নেন। তারা বাংলাদেশ ও কানাডার মধ্যকার সম্পর্ককে বর্তমানের আলোকে মূল্যায়ন করার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় ন্যায়বিচার ও জবাবদিহির ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু উঠে আসে।

কানাডীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে কানাডার ব্যবসায়িক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালে ৬০ কোটি ৫ লাখ কানাডিয়ান ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে ২০১৮ সালে ২৪০ কোটিতে উন্নীত হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ-কানাডার সম্পর্ক সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রমবর্ধমান বিশ্ব ব্যবস্থাতে কানাডার কাছ থেকে ভারসাম্যপূর্ণ ভূমিকা আশা করে। তিনি আরো বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ‘গুরুত্বপূর্ণ শক্তি’। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও ইউরেশিয়ার মতো বৈশ্বিক উদ্যোগের মধ্যে ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ তাও ব্যাখ্যা করেন তিনি।