বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উত্সব শুরু আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের প্রত্যয়ে অনুষ্ঠিত হবে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উত্সব। ‘বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার’ স্লোগানে নবসাংস্কৃতিক আন্দোলনের আহ্বানে আজ শুক্রবার থেকে শুরু হবে এই উত্সব। বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারের চার দিনব্যাপী উত্সব উদ্বোধন করবেন ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। শহিদ মিনার থেকে শুরু হওয়া ঊনত্রিশতম উত্সবটি ছড়িয়ে যাবে রাজধানীর নানা প্রান্তের আরো চারটি মঞ্চে। শনিবার থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, মিরপুর ও দনিয়ার মঞ্চে সূচনা হবে উত্সবের। সব মিলিয়ে  ১২৫টি সাংস্কৃতিক সংগঠনের ২ হাজার ৫০০ শিল্পী অংশ নেবেন আয়োজনে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঁচ মঞ্চে চলবে পরিবেশনা পর্ব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাংস্কৃতিক জোট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিজয় উত্সবের  বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উত্সব সংক্রান্ত বিষয়ে কথা বলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, দুই সহসভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও নাট্যশিল্পী ঝুনা চৌধুরী, শহিদ মিনার মঞ্চের আহ্বায়ক মানজার চৌধুরী সুইট প্রমুখ।