শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করুন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সবমায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করুন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনগণের জন্য কাজ করার সুযোগ অনেক বেশি। জনগণকে সেবা প্রদানের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োগ করে সরকারের রাজস্ব আয় বাড়াতে সহযোগিতা করতে হবে। মানুষ আপনাদের সম্মান করে, আপনাদের কথা শুনে। দেশের কল্যাণে এ সুযোগ কাজে লাগাতে হবে।

গতকাল রবিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ‘কেন্দ্রীয় সম্মেলন-২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির আহ্বায়ক মো. বেলায়েত হোসেন গাজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের প্রমুখ। অনু্ষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বেতনভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।