শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

আজ ৪ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘সমতার সংগ্রামে চলি সবাই মিলে একসাথে’—এই শ্লোগানকে সামনে নিয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পরিকল্পনা ছিল। কিন্তু বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের কারণে স্থগিত করতে হয়েছে কর্মসূচি। এক লিখিত বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সব দেশবাসীর নিরাপদ ও সুস্থ জীবন কামনা করা হয়। জন্মক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালসহ নারী আন্দোলনের সাহসী সংগঠক এবং মহান স্বাধীনতা সংগ্রামে শহিদ লাখো নর-নারীকে।

সংগঠনের এক বার্তায় বলা হয়, সমাজে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে নারী-পুরুষের সমতার আদর্শ আর অসাম্প্রদায়িক চেতনায় প্রতিশ্রুতিবদ্ধ গণনারী সংগঠনে পরিণত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদ মনে করে একটি সমতাভিত্তিক অসাম্প্রদায়িক যৌক্তিক অগ্রসর চিন্তার সমাজ গঠনের সংগ্রামে সবাইকে অংশগ্রহণে ও ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক সমতাপূর্ণ মানবিক বাংলাদেশের জন্য সবাইকে উন্নয়ন অগ্রযাত্রায় যুক্ত করতে হবে। ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব বলেও দৃঢ় প্রত্যয় করে সংগঠনটি। তারা মনে করে, শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সবস্তরের নারীর সম্পৃক্ততায় সংগঠনকে শক্তি অর্জন করতে হবে।