শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হটলাইনে ফোন, ১৫৮৭ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

লোকলজ্জায় যারা লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে পারেন না তাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হটলাইনে সাড়া মিলেছে। ইতিমধ্যে ২৫৭৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত ১৫৮৭ জনের বাসায় ইতিমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৯৮৬ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, মেয়রের নির্দেশে আমরা দুটি হটলাইন নাম্বার চালু করেছি। এতে খাদ্যসামগ্রী চেয়ে নগরবাসী আমাদের কাছে ফোন করছেন। আমরা যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করছি। প্রতিদিন আমাদের নিজস্ব লোকবল দিয়ে তাদের বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি মেয়র সাঈদ খোকন নিজেই তদারকি করছেন। আগ্রহীরা এই হটলাইন নম্বরে ফোন করতে পারেন। নম্বরগুলো হলো, ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪।