শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেড় লাখ পরিবারকে ১২ কোটি টাকার সহায়তা দিবে ‘আশা’

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৫৭

করোনা পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কে ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকার সমমূল্যের খাদ্যসহায়তা প্রদান করবে আশা। এর মধ্যে ঢাকা শহরের ২০ হাজার পরিবার এবং সারাদেশে ১৩০ হাজার পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করবে বেসরকারি এই সংস্থাটি। আশার খাদ্যসহায়তার মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ এবং এক লিটার ভোজ্যতেল। এ কর্মসূচির জন্য আশা প্রায় ১২ কোটি টাকা ব্যয় করবে। আশা তার নিজস্ব তহবিল থেকে এ অর্থ প্রদান করবে। এছাড়া করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ১০ লাখ লিফলেট বিতরণ করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি