শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

না’গঞ্জে দিনদিন বাড়ছে করোনার দাপট

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:২৪

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

করোনার হটস্পট নারায়ণগঞ্জ জেলাতে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা থাকলেও তা না মানার কারণে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসকের পক্ষ থেকে বারবার কঠোর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা দেখা যায়নি। ফলে নারায়ণগঞ্জে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার ওপর গণপরিবহন চালু হওয়ায় নারায়ণগঞ্জের অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা করছে সচেতন মহল। করোনায় জেলায় মৃতের সংখ্যা বেসরকারি হিসাবে আরো বেশি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বিশেষ করে চিকিত্সার অভাবে এমনটা হচ্ছে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের চিকিত্সা নিয়ে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। পর্যাপ্ত চিকিত্সা দেওয়ার ব্যবস্থা না থাকায় অনেকেই আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই অবস্থান করে নিজ পরিবারকে আক্রান্তের ঝুঁকিতে রাখছেন। আর এই পরিস্থিতির কারণে আগামীতে নারায়ণগঞ্জের অবস্থা আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণায় পাড়ামহল্লায় লকডাউন মানেনি অধিকাংশ মানুষ। সেক্ষেত্রে প্রশাসনের নমনীয়তা ও অসচেতন মানুষকেই দায়ী করেছেন বিশ্লেষকরা।

এদিকে, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে কেউ মারা যায়নি। নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ৩১৫৩। গতকাল নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্যানুসারে, জেলায় মোট মৃতের সংখ্যা ৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮১৩ জন। তবে টেস্ট বাড়ানো হলে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই টেস্ট বাড়ানোর পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সাব্যবস্থার আরো উন্নতির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।