শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাভারে গ্যাসলাইনে লিকেজ, দগ্ধ দুই জনের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫১

সাভারে একটি বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে দুই জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। বুধবার ভোরে হেমায়েতপুরের মোল্লাপাড়ার একটি ভাড়া বাসায় এই গ্যাস লিকেজের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার সাইফুল ইসলাম গোপালগঞ্জের ফরিদ হোসেন। হাবিবুর রহমান নামে আরো একজন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তারা সবাই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।

জানা গেছে, সাইফুল, ফরিদ হাবিবুর এলাকার মাসুদ মিয়ার দ্বিতীয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। গত বুধবার ভোর ৫টার দিকে ঘরে তিতাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে তারা দগ্ধ হন। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সাইফুল ফরিদ মারা যান। সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, মাসুদ মিয়ার বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ। কারণে ঘটনার পর কাউকে না জানিয়ে গোপনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিক পালিয়ে যান।