শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যালারি কায়ায় সাত শিল্পীর ‘সাইন ইন’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:০৪

নগর সংস্কৃতি

ইত্তেফাক রিপোর্ট

উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে সাত সমকালীন শিল্পীর যৌথ প্রদর্শনী ‘সাইন ইন’। গতকাল শুক্রবার বিকালে অনানুষ্ঠানিকভাবে শুরু হয় এ প্রদর্শনী। সাত জন শিল্পীর ৬১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীরা হলেন আব্দুল্লাহ আল বশীর, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আজহারুল ইসলাম চঞ্চল, কামালুদ্দীন, নগরবাসী বর্মণ এবং শাহানুর মামুন। প্রদর্শনীর ছবিগুলো অ্যাক্রেলিক, তেল রং, জলরং, চারকোল এবং মিশ্র মাধ্যমে আঁকা।

যৌথ প্রদর্শনী হওয়ায় প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোতে রয়েছে বৈচিত্র্য। বেশ কিছু অনবদ্য ‘স্টিল লাইফ’ চিত্রকর্ম স্থান পেয়েছে। শাহানুর মামুনের বর্ণময় প্রকৃতির ছবি যেমন রয়েছে তেমনি তার চারকোল ও স্কেচের কাজগুলোও শিল্পরসিকদের আনন্দ দেবে। নগরবাসী বর্মণ অতীত ঐতিহ্য বর্তমানের যে দ্বন্দ্ব তার সন্ধান করেছেন ক্যানভাসে। কামালুদ্দীনের ক্যানভাসে বাংলার প্রকৃতি। আব্দুল্লাহ আল বশীরের ‘স্টিল লাইফ’ চিত্রকর্মগুলো যে কারো মন কাড়বে সন্দেহ নেই। প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী দেখা যাবে।