শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ উত্সব

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত দুইদিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উত্সবের শেষ দিনে রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে শনিবার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৮ ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয় একটি মোবাইল ফোন অপারেটরের সহযোগিতায়।

সমাপনী পর্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, শিশু সাহিত্যিক আলী ইমাম, টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, নটর ডেম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মারলিন ক্লারা পিনেরু, বিশ্ব সাহিত্য কেন্দ্রের শুভানুধ্যায়ী ও কমিউনিকেশন কনসালটেন্ট খালিদ হাসান এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

ঢাকা মহানগরের পুরস্কার বিতরণ উত্সবে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়বে। নিজেদের পেশাগত উন্নয়নের জন্য যেমন পাঠ্য বই পড়তে হবে তেমনই মানসিক উত্কর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্য বই ছাড়াও অনেক বই পড়তে হবে।  —প্রেস বিজ্ঞপ্তি