শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাঁচ বীরকন্যাকে ‘চেষ্টা’র সংবর্ধনা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৩২

বীরকন্যাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলে মন্তব্য করেছেন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে নারী চরম ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীন দেশে তারাই আজ অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। সোমবার ঢাকা ক্লাবে চেষ্টার ঐ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বীর নারীদের নিয়ে কাজ করা সামাজিক নারী সংগঠন ‘চেষ্টা’ পাঁচ বীরকন্যাকে সংবর্ধনা দেওয়ার জন্য এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মেহের আফরোজ চুমকি এমপি, আরমা দত্ত এমপি। আরও বক্তব্য রাখেন চেষ্টার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) এম হারুন আর রশিদ বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা মোঃ হারুন আর রশীদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিনা বেগম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন। অনুষ্ঠানে বীরকন্যাদের সম্মাননা স্মারক, উত্তরীয়, ফুলের শুভেচ্ছার সাথে দশ হাজার টাকা প্রদান করা হয়। এবং তাদের জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা জানানো হয়।

সংবর্ধিত বীরকন্যারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার রিজিয়া বেগম, কুমিল্লার নূরজাহান ও রাজিয়া বেগম, বরিশালের লুত্ফা বেগম, হবিগঞ্জের সন্ধ্যা রানি। প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ‘চেষ্টা’ বীরকন্যাদের সংবর্ধনার আয়োজন করে।