বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরমানকে মুক্তি দেওয়া প্রশ্নে রুল জারি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৬

মামলার নথি তলব

ইত্তেফাক রিপোর্ট

আরমান নামের এক ব্যক্তির সাজাভোগের মামলার নথি তলব করেছে হাইকোর্ট। আগামী ৬ মে’র মধ্যে এই নথি হাইকোর্টে পাঠাতে ঢাকা মহানগর দায়রা জজকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এ ছাড়া আরমানকে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে তাকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘কারাগারে আরেক জাহালম’— এই শিরোনামে গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের ৩০ আগস্ট পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৪০ পিস ফেনসিডিলসহ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় করা মামলায় দুই বছর জেল খেটে ২০০৭ সালের ৫ মার্চ জামিন পেয়ে পলাতক হন শাহাবুদ্দিন। ওই মামলায় ২০১২ সালের পহেলা অক্টোবর শাহাবুদ্দিন ও তার দুই সহযোগীর প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। পাশাপাশি পলাতক আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ওই পরোয়ানার ভিত্তিতে ২০১৬ সালের ২৭ জানুয়ারি সকালে শাহাবুদ্দিনের পরিবর্তে আরমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। শুধু পিতার নামে মিল থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। অন্য দিকে, প্রকৃত আসামি শাহাবুদ্দিন বাইরে থেকে দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও আবেদনের পক্ষে হুমায়ুন কবির পল্লব শুনানি করেন।