মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:১২

রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে বিশ্বকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বক্তারা। তারা রোহিঙ্গাদের ব্যাপারে সারা বিশ্বের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্বের মোড়ল দেশগুলো রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসছে না। ফলে দীর্ঘদিন পার হওয়ার পরও রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে না। তাই এখনি সময় বিশ্বকে সজাগ করার। একই সঙ্গে রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের উদ্যোগেরও প্রশংসা করেন তারা।

গতকাল বুধবার দুপুরে আইইউবির স্কুল অফ বিজনেস বিভাগের ৩০০২ নম্বর কক্ষে আয়োজিত সেমিনার দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রোহিঙ্গা সলিডারেটি নেটওয়ার্কের সহযোগিতায় আইইউবির স্কুল অফ বিজনেস বিভাগ এই সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর তোলা ছবি প্রদর্শিত হচ্ছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন। বিশেষ অতিথি ছিলেন আইইউবির ভিসি প্রফেসর মিলান পাগন, কানাডার লাউরেন্টরিয়ান ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর এন্ড চেয়ার ড. সাদেকুল ইসলাম, আইইউবির স্কুল অফ বিজনেস বিভাগের ডিন প্রফেসর ড. মো. আমিনুল করিম, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসাইন, প্রফেসর ড. ইমতিয়াজ এ হোসাইন, সাবেক বিদ্যুত্ সচিব ড. ফয়জুল কবির খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম।

সেমিনার শেষে আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে অতিথিরা প্রদর্শিত ছবিগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে ফোজিত শেখ বাবুর ৩৭টি ছবি স্থান পেয়েছে।