শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গানে গানে গুরু রহমান বয়াতিকে স্মরণ করলেন শিষ্যরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

আব্দুর রহমান বয়াতি স্মরণে সংগীত পরিবেশন করেন বয়াতির ছেলে আলম বয়াতি, পলি রহমান, শামসুল হক চিশতী, সমীর বাউল, ফকির মিলন, আয়নাল সাধু, খ্যাপা বুলবুল, লতা দেওয়ান, সংগীতা দেওয়ান, বিদ্যুত্ বাউল, নয়ন বাউল, রতন সাধু, মানিক বাউল, হীরা বাউল, অর্পিতা দাস, রানি শবনম প্রমুখ। তিনি ছিলেন এদের প্রত্যেকের সংগীতগুরু। তাই গানে গানেই গুরুকে ভক্তি জানালেন শিষ্যরা। মন আমার দেহঘড়ি সন্ধান করতে করতেই না ফেরার দেশে চলে গেছেন একুশে পদকপ্রাপ্ত বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি। গত মঙ্গলবার এই বাউল শিল্পীকে যৌথভাবে স্মরণ করেছে আবদুর রহমান বয়াতি ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমি। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় বয়াতিকে নিয়ে এই আয়োজন। শিল্পীরা তাদের অনন্য পরিবেশনায় বাউল গানের সুরে মাতিয়ে তোলেন মিলনায়তন। আব্দুর রহমান বয়াতি স্মরণে বাউল গানের এই আসরে অনেক রাত পর্যন্ত সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সভাপতিত্ব করেন কবি শাহীন রেজা।