বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে কর বাড়বে : তাজুল ইসলাম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জনগণকে যথাযথ সেবা দিতে পারলে মানুষ খুশি হয়েই কর প্রদান করবে, যার মাধ্যমে দেশ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে। এর জন্য জনগণের সেবা নিশ্চিত করা জরুরি। গতকাল রবিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পৌরসভার মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ দেশের ৩২৮টি পৌরসভার মেয়রগণ উপস্থিত ছিলেন। সভায় মেয়রগণ তাদের পৌরসভার বিভিন্ন সমস্যাসহ ১৯টি দাবি তুলে ধরেন। পরে মন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন।