শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘তরুণদের জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনায় উপযুক্ত পরিবেশ নেই’

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

পরিবার পরিকল্পনা শিক্ষা ও আলোচনার উপযুক্ত পরিবেশ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে দেশের তরুণ প্রজন্ম। গতকাল কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ইয়ুথ কনফারেন্স অন ফ্যামিলি প্ল্যানিং’ এর চতুর্থ সম্মেলনে তরুণরা এ কথা বলেন।

এ আলোচনায় দেশের নানা প্রান্তের তরুণ-তরুণীরা অংশ নেন। তারা বলেন, সন্তান জন্মদান, জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা নিয়ে কারো সঙ্গেই তারা কথা বলতে পারেন না। পরিবারে মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন কোনো সম্পর্কই এ বিষয়ে আলোচনা করার জন্য সহজ সম্পর্ক আমাদের সমাজে নেই। এমনকি কমিউনিটি ক্লিনিকগুলোতেও তরুণবান্ধব পরিবেশ নেই। যার কারণে এক অস্বচ্ছ ধারণা নিয়ে আমাদের তরুণ প্রজন্মরা বড়ো হচ্ছে। এ অবস্থা পরিবর্তনে সরকারি তরুণবান্ধব পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিক্যাল এডুকেশন ও ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের উপ-প্রধান মোহাম্মদ আবদুস সালাম খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ। মেরী স্টোপসের কান্ট্রি ডিরেক্টর মাসরুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ইউএনএফপিএর প্রোগ্রাম স্পেশালিস্ট আবু সাইদ মোহাম্মদ হাসান প্রমুখ। সঞ্চালনা করেন মেরী স্টোপসের অ্যাডভোকেসি ম্যানেজার মনজুন নাহার।