শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়োগ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:১৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: দক্ষিণ জামশা, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ-এ শূন্য পদে ০১ জন সহকারী গ্রন্থাগারিক (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে, ০১ জন নৈশপ্রহরী ও ০১ জন ঝাড়ুদার আবশ্যক। সকল পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট (জনতা ব্যাংক লিঃ, সাউথ জামশাহাট শাখার অনুকূলে), ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। সভাপতি, দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়, সিংগাইর, মানিকগঞ্জ। ০১৮১৭৫৬৩৭১১।         সিকে-২৮৭০

নিয়োগ বিজ্ঞপ্তি: বহেড়াতলী উচ্চ বিদ্যালয়, গ্রাম-বহেড়াতলী, পোঃ ফুলবাড়ীয়া, কালিয়াকৈর, গাজীপুর-এর জন্য সরকারী বিধিমোতাবেক প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক (ইংরেজী, বাংলা) ১ জন, গণিত ১ জন, ধর্ম (ইসলাম) ১ জন, শারীরিক শিক্ষা ১ জন, কৃষি ১ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১ জন, এমএলএসএস (দপ্তরী) ১ জন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সভাপতি, মোবাইল-০১৭১৯৭৪৮১৮৫, ই-মেইল[email protected] সিকে-২৮৬১

নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি সর্বশেষ বিধিমোতাবেক নানুপুর লায়লা-কবির কলেজ, ডাক-নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম-এর জন্য পুনরায় শূন্য পদে একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১০ (দশ) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি, গভর্নিং বডি বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। সভাপতি, গভর্নিং বডি। সিকে-২৮৬২

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী বিধিমোতাবেক ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাকঘর-ফকিরহাট, উপজেলা-মিঠাপুকুর, জেলা-রংপুরের জন্য শূন্য পদে “প্রধান শিক্ষক” ও “সহকারী প্রধান শিক্ষক” নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে সোনালী ব্যাংক লিঃ, মিঠাপুকুর শাখার অনুকূলে ১০০০/- টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য), শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদপত্র, অনাপত্তিপত্র, প্রথম ও শেষ এমপিও কপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।  -সভাপতি।           সিকে-২৮৬৩