শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়োগ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৫

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক “কাজলার পাড় উচ্চ বিদ্যালয়” (এমপিওভুক্ত), যাত্রাবাড়ী, ঢাকা-এর জন্য সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার (অধ্যয়নরত আবেদন করতে পারবে) ১ জন, নৈশ প্রহরী/ নিরাপত্তাকর্মী ১ জন, পরিচ্ছন্নতাকর্মী ১ জন। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল সনদের সত্যায়িত ফটোকপিসহ ৩০/১১/২০১৯ তারিখের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। সহকারী প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক পদে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার পোষ্টাল অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। -প্রধান শিক্ষক, ০১৯১৩২৫৯৬২৮। সিএম-১৬০৮

নিয়োগ বিজ্ঞপ্তি: মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদীর জন্য প্রতিষ্ঠানের অর্থায়নে কলেজ শাখার পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও আইসিটি বিষয়ে ১ জন করে প্রভাষক, মাধ্যমিক শাখায় একজন গণিত শিক্ষক (স্নাতক পর্যায়ে গণিত থাকতে হবে) ও একজন শরীর চর্চা শিক্ষক (বিপিএড) আবশ্যক। গণিত বিষয়ে অনার্স/ মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে গণিত বিষয়ের সাথে পদার্থ ও রসায়ন বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। শরীর চর্চা শিক্ষক পদে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার এবং প্রাথমিক শাখায় কয়েকজন দক্ষ সহকারী শিক্ষক (স্নাতক ডিগ্রিধারী) আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১০-১২-১৯ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে দুইকপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাইতে হবে। সকল পদে উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়া হবে। অধ্যক্ষ, ০১৭২৪০৬৩০৩৬।       সিএম-১৬০৬

নিয়োগ বিজ্ঞপ্তি: মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদীর জন্য সরকারী নিয়োগবিধি ও ২০১৮ জনবল কাঠামো অনুযায়ী নিম্নবর্ণিত পদে ০১ জন করে লোক নিয়োগ করা হবে। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিজ্ঞান বিভাগে কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ এসএসসি/ সমমান ২য় বিভাগ, অনূর্ধ্ব ৩৫ বছর। ল্যাব সহকারী (পদার্থ/ রসা/ জীব) বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান ২য় বিভাগ, অনূর্ধ্ব ৩৫ বছর। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১০-১২-১৯ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে। পদগুলো এমপিওভুক্ত হবে। অধ্যক্ষ, ০১৭২৪০৬৩০৩৬।  সিএম-১৬০৫

নিয়োগ বিজ্ঞপ্তি: মানিকগঞ্জ পৌরসভাধীন মত্ত উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক একজন নিরাপত্তাকর্মী, শূন্য পদে একজন আয়া ও একজন খন্ডকালীন সহকারী শিক্ষক (ইংরেজি) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সকল সনদের সত্যায়িত অনুলিপি, ২ কপি ছবি, ৫০০/- (পাঁচ শত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে অর্ডার (অগ্রণী ব্যাংক, মানিকগঞ্জ শাখা) জমা দিতে হবে। প্রধান শিক্ষক, মত্ত উচ্চ বিদ্যালয়, মত্ত, মানিকগঞ্জ। মোবাইল: ০১৭৩৯৪৪৫০৮৬।                সিকে-২৯৫২