শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একুশের নতুন বই

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

বিজ্ঞান জিনিসটি কী

এ কেমন বাস্তবতা

মুহাম্মদ  ইব্রাহীম

অনন্যা

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ৪০০ টাকা

 

বিজ্ঞানকে কিছুটা অন্তরঙ্গভাবে চেনার চেষ্টা করার জন্যই এই বই। এখানে তা করা হয়েছে বিজ্ঞানের বক্তব্যগুলোর মধ্যে বাস্তবতার খোঁজ নিয়ে। বিজ্ঞান দাবি করে যে দেখা না গেলেও তার তত্ত্বে দেয়া সব জিনিসই সত্য, এগুলো প্রকৃতিতে বাস্তবেই রয়েছে। এই দাবি আমরা মেনে নিই বিজ্ঞানের সাফল্যের কারণে, আর তার পদ্ধতিগুলোর ন্যায্যতার কারণে। কিন্তু পদ্ধতিগুলোর কিছু কিছু দিকের দার্শনিক সমালোচনা আছে, সেগুলোর জবাব দিয়েই পদ্ধতিকে ন্যায্য হতে হয়েছে। এ এক বড়ো কৃতিত্ব। প্রকৃতি আসলে অত্যন্ত জটিল। গাণিতিক মডেলিং করেই বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়েছে প্রকৃতির এই জটিল আচরণকে সরল গাণিতিক নিয়মে ধারণ করা, যা প্রকৃতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারে। অথচ গণিত জিনিসটি প্রকৃতিতে নেই, আছে গণিতবিদের মস্তিষ্কে। প্রকৃতিতে না থেকেই গণিত শুধু বিজ্ঞানের ভাষাই হয়নি; বরং গণিতের ভেতরেই প্রকৃতি কথা বলছে। এ এক অত্যাশ্চর্য ব্যাপার যার রহস্যও ভেদের চেষ্টা হয়েছে। বিজ্ঞানের বক্তব্য যে প্রকৃতির বাস্তব সত্য একথা স্বীকার না করলে বিজ্ঞানের সাফল্যকে অলৌকিক বলতে হয়। অবশ্য বিজ্ঞানের এই বাস্তবতার স্বরূপ প্রশ্নের ঊর্ধ্বে নয়। এ প্রশ্নগুলোর ভেতর দিয়ে গিয়েই বিজ্ঞান তার অনন্যতা লাভ করেছে। এই অনন্যতাকে বুঝতে ও উপভোগ করতে আমাদেরকেও সে পথেই যেতে হয়েছে।